আমরা সবসময় হাই প্রেসার বা উচ্চ রক্তচাপ নিয়েই চিন্তিত থাকি কিন্তু লো ব্লাড প্রেসার বা নিম্ন রক্তচাপ সমস্যার কারনেও অনেক সময় অনেক বড় ধরনের বিপদ ঘটতে পারে। তাই হাই প্রেসারের মতো লো প্রেসারের ক্ষেত্রেও সচেতন হতে হবে। মানুষের রক্তচাপের মাত্রা স্বাভাবিক অবস্থা থেকে যখন কমে যায় তখন তাকে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেসার বলা হয়। লো প্রেসারের কারনে শরীরের অনেক ধরনের সমস্যা দেখা দেয়।
বিভিন্ন কারনে প্রেসার লো হতে পারে। অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা ও স্নায়ুর দুর্বলতা থেকে লো ব্লাড প্রেসার হতে পারে।কোনো কারনে রক্তশূন্যতা বা পানিশূন্যতা দেখা দিলেও প্রেসার লো হয়ে যায়। ডায়রিয়া বা অত্যধিক বমি হওয়া, হজমে দুর্বলতা, খাবার ঠিকমতো বা সময়মতো না খাওয়া এবং হরমোনজনিত ভারসাম্যহীনতা এসব কারনে প্রেসার লো হতে পারে। শরীরে তাপমাত্রার তারতম্য,গ্যাসট্রিকের সমস্যা, কোন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত থাকা, নার্ভের সমস্যা ইত্যাদি কারণেও প্রেশার লো হয়। প্রেসার লো হওয়া অনেক বড় ঝুকি। তাই সতর্ক থাকা উচিত।
প্রেসার লো হলে কিছু লক্ষন দেখা দেয় যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার প্রেসার লো। চলুন জেনে নেই প্রেসার লো হওয়ার লক্ষনগুলোঃ
প্রেসার লো হলে তা অবহেলা না করে প্রেসার নিয়ন্ত্রনে আনা উচিত। চলুন এবার জেনে নেই প্রেসার লো হলে কি করনীয়ঃ